বানিজ্য মেলার সেলস ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ পদের সার্কুলারঃ
বানিজ্য মেলাতে কাজ করতে যারা মন ঠিক করে রেখেছিলেন, এবার তারা আবেদনের বিশেষ সু্যোগ পাবেন।
প্রান আর এফ এল তাদের বানিজ্য মেলার স্টলের জন্য নিয়োগ দিচ্ছে ২০০ জন কর্মি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচ এস সি পাশ এবং আরো মজার ব্যপার হচ্ছে, কোন পুর্বের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়নি। এই জবের জন্য এপ্লাই করতে হলে প্রান আর এফ এলের মধ্য বাড্ডা অফিসে যোগাযোগ করতে পারেন।
এছাডা কিছু পদের জন্যও আর এফ এল গ্রুপের বিজ্ঞপ্তি আছে। সেই পদের বিষয়ে সকল তথ্য নিচে লিপিবদ্ধ করে দিচ্ছি।
ঝালাই এই কাজের কন্সাল্টেন্ট পদের সার্কুলারঃ
এই জব সবার জন্য না। কারন এই জবের জন্য আবেদনকারিকে হতে হবে ম্যকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা অথবা বি এস সি। শুধু তাই নয় ১০ থেকে ১২ বছরের বাস্তব কাজের পুর্ব অভিজ্ঞতা আবশ্যক। এই জবের জন্য আপনি যদি হবিগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভাল। কারন এই জবের চাকরিস্থল হল হবিগঞ্জে। বেতন কত হবে সে ব্যপারে কিছুই উল্লেখ করা হয়নি সার্কুলারে। আবেদনের নিয়ম সেই আগের মতই। সো, যদি উপযুক্ত মনে করেন নিজেকে তাহলে এপ্লাই করার প্রকৃয়া শুরু করে দিতে পারেন।
ডিরেক্টর (এসিস্ট্যন্ট) পদের জন্য সার্কুলার প্রান আর এফ এল গ্রুপঃ
পদের নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন, যেনতেন জব নয় এটা। তাই অভিজ্ঞতা চাওয়া হয়েছে ১ বছরের এবং গ্রেজুয়েটধারি হতে হবে। বেতন কত হবে না হবে তা উল্লেখ করা হয়নি তবে চাকরিস্থল ঢাকাতে। আবেদন প্রকৃয়া সেই একই উপরের মত।
ট্রেইনি পদের সার্কুলার – ম্যনেজমেন্ট বিভাগে – অফিসার পদঃ
এই পদের জন্য আবেদনকারিকে থেকে কোন পুর্বে কাজের অভিজ্ঞতা চাওয়া হয়নি। কমার্স বিভাগে মাস্টার্স করা থাকতে হবে। এছাডা অন্য বেশ কিছু বিষয়ে মাস্টার্স করা থাকলেই এপ্লাই করা যাবে।
আরো কিছু প্রানের জবঃ
প্রান আরো কিছু নতুন সার্কুলার প্রকাশ করেছে। ওয়েব ডেভেলপার অথবা এসিস্ট্যন্ট ওয়েব ডেভেলপার পদের সার্কুলারে ১ থেকে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্চনিয়। সাথে থাকতে হবে সিএসই তে বি এস সি করা। অন্যদিকে নেটওয়ার্কিং বিভাগে ইঞ্জিনিয়ার পদের সার্কুলার আছে। যেখানে এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে ৩ থেকে ৫ বছরের। ই কমার্স বিভাগের জন্য যদি কেউ কাজ করতে চান তাদের জন্য আছে প্রানের টেকনিক্যল লিড পদের জন্য খালি পদ। তবে এর জন্য ৪ থেকে ৭ বছর পুর্বের জব করেছেন কোথাও এমন হতে হবে। শিক্ষা চাওয়া হয়েছে আই টি তে বি এস সি। এছাডা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তাহলে ৩ থেকে ৪ বছরের পুর্বে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়ে নিতে পারেন গ্রাফিক্স ডিজাইনার পদের এই জব।
অপর এক সার্কুলার আছে আর এফ এল গ্রুপের। সেটি মেডিকেল প্রমোশনাল অফিসার পদের জন্য। সংক্ষেপে এই পদকে বলা হয়ে থাকে এম পি ও। তবে এই কাজ করতে হবে শিক্ষার একটা ফ্যক্টর আছে। কমপক্ষে বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে এস এস সি পর্যন্ত এবং যে কোন বিষয়ে গ্রেজুয়েট।
মনে রাখবেনঃ
আবেদন করার পদ্ধতি সকল প্রান জবের জন্য একই, সেই উপরের প্রথম সার্কুলারেরে মত।
Ami to Hsc pas koreci akhon ki vabe pbo aktu janaben Amar onek upogar Hato 01986614583
I need a job. Studies Master’s (MSC)
I need a job. Studies Master’s (MSC) 01918746488
I need a job. I think I do my best for this post.
I need a job. I thaink I do my best for this post.
I need a job
I need a job,complate BBA
Kivabe ki korbo seta jana need cilo
no
Recently I have passed my diploma course in civil department…….I need a job…
Now a days PRAN group is one of the best group in bangladesh…..if I get a chance… I feel verry happy.