আড়ং একটি শপিং ডেস্টিনেশন এটি আমরা সবাই জানি। তাই আড়ং এর ব্যপারে বিস্তারিত বিবরনে যাওয়া থেকে বিরত রইলাম।
বর্তমানে আড়ং এ খোজখবর নিয়ে মোটমাট ৪ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি আবিষ্কার করেছি। সোসাল কমপ্লায়েন্স এবং উতপাদনের উন্নয়ন বিভাগে একটি জবের অফার আছে আড়ং থেকে। সাধারনত আমার মনে হয়েছে, সামাজিক যোগাযোগের আড়ং বিভাগেই এই পোস্টিং এর কাজ হবে হয়ত। কারন এই পদে যিনি কাজ করবেন তার কাজই উল্লেখ করা হয়েছে, ফোনকল যেগুলো আসবে সেগুলো ধরে ধরে পজিটিভ এবং আশাব্যঞ্জক উত্তর প্রদান করা। এছাড়া এ সম্পর্কিত যে সকল তথ্য আপনি জানতে পারবেন তার সব লিপিবদ্ধ করতে হবে তথ্য শিটে।
ফুল টাইম কাজের জন্য এই জবের আবেদনকারিকে হতে হবে ব্যচেলর ডিগ্রিধারি। আর যদি আপনি কোন পরিক্ষার ফলাফলে তৃতিয় বিভাগ অথবা জিপিএ ২ অর্জন করে থাকেন তাহলে আবেদন করা থেকে বিরত থাকবেন দয়া করে। এছাড়া সংশ্লিস্ট বিষয়ে কাজের পুর্ব অভিজ্ঞতা থাকতে হবে ১ অথবা ২ বছরের। এর আগে যারা কল সেন্টারের সুপারভাইজিং বিভাগে কাজ করেছেন তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র। বয়সের কথা উল্লেখ আছে ৩২ বছর এবং সাথে সাথে ইংরেজি এবং বাংলাতে বেশ ভাল জ্ঞান থাকা আবশ্যক।
উল্লেখ আছে যে, যারা এই জব করবেন তাদেরকে দেয়া হবে প্রভিডেন্ট ফান্ড এবং গ্রেচুয়িটি (যদিও কোন ধরনের সেটা উল্লেখ নেই)। এছাডা জীবন বিমা থাকবে এবং সাথে থাকবে ঈদ বোনাস এবং অন্যান্য উতসবে বোনাস।
আবেদনঃ
এই জব পেতে হলে আপনার সিভি পাঠিয়ে দিন career.aarong@brac.net -এই ইমেলে। এছাডা সিভির হার্ড কপি চিঠির মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আড়ং এর হিউম্যন রিসোর্স ম্যনেজমেন্টে যেটা আড়ং সেন্টার ৩৪৬, তেজগাও বানিজ্যিক এলাকায় অবস্থিত।
এছাডা আরো বাকি যে ৩ টি পদের উল্লেখ আছে আড়ং এর সার্কুলারে সেগুলো হলেঃ
১। মার্কেটিং বিভাগে ডেপুটি ম্যনেজার পদের জন্য।
২। মার্চেন্ডাইজিং বিভাগে আসিস্টেন্ট পদের জন্য এবং
৩। সচিব বা সেক্রেটারি পদের জন্য।
১ নং জবের ম্যানেজার পদের জন্য এপ্লাই করতে চাইলে আপনাকে মাস্টার্স করা সহ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের নিয় সেই উপরের মতই।
২ নং জবের এসিস্টেন্ট মার্চেন্ডাইজিং পদের জন্য গ্রেজুয়েশন সহ ৫ বছরের সর্বোচ্চ অভিজ্ঞতা থাকা বাঞ্চনিয়। আর ৩ নং সেক্রেটারি পদে জয়েন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোন ইউনিভার্সিটি থেকে ইংলিশে গ্রেজুয়েশন এবং কোন থার্ড ক্লাশ অথবা থার্ড ডিভিশন গ্রহনযোগ্য নয় একেবারেই। সাথে থাকতে হবে সচিব পদে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
আবেদনঃ
career.aarong@brac.net এই ইমেলে আপনার সিভি পাঠিয়ে দিয়ে আবেদনের আনষ্ঠানিকতা সম্পন্য করতে পারেন।
hallo sir,,,, I reedcin inter 2yeair,,, plese give me job
need…m.com
I student
BBA 3rd year
I am ready to work.
Graduate in Economics.
01853744688
plz. give me u job.I will best Try.
for job
iam interested to this job